বহু প্রজন্ম ধ'রে মেয়েরা একথা মনেপ্রাণে গ্রহণ ক'রে নিয়েছেন যে নারকোল তেল তাঁদের চুলে পুষ্টি জোগায়, আর কেনই বা মানবেন না! নারকোল তেল-ই একমাত্র তেল যা 10 লেয়ার গভীর অব্ধি যায়। এটি আপনার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুষ্টি জোগায়, ফলে চুল হয়ে ওঠে ঘন আর শাইনি (ঝলমলে)!*
আগেকার তুলনায় আজকের মেয়েদের চুলের ব্যাপারে অনেক বেশি উদ্বেগ-উৎকন্ঠা থাকে - রুক্ষ চুল, চুল ওঠা (হেয়ারফল্), কোঁচকানো চুল, চেরা ডগা। কিন্তু নারকোল বরাবরই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন যুগের এইসব চুলকেন্দ্রিক সমস্যার বিরুদ্ধে মোকাবিলা করেছে।
সবচেয়ে বেশিমাত্রায় পুষ্টিলাভের জন্যে সপ্তাহে 2-3 বার নিহার ন্যাচরাল্স কোকোনাট হেয়ার অয়েল লাগাবেন।