বহু প্রজন্ম ধ'রে মেয়েরা একথা মনেপ্রাণে গ্রহণ ক'রে নিয়েছেন যে নারকোল তেল তাঁদের চুলে পুষ্টি জোগায়, আর কেনই বা মানবেন না! নারকোল তেল-ই একমাত্র তেল যা 10 লেয়ার গভীর অব্ধি যায়। এটি আপনার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুষ্টি জোগায়, ফলে চুল হয়ে ওঠে ঘন আর শাইনি (ঝলমলে)!*
আগেকার তুলনায় আজকের মেয়েদের চুলের ব্যাপারে অনেক বেশি উদ্বেগ-উৎকন্ঠা থাকে - রুক্ষ চুল, চুল ওঠা (হেয়ারফল্), কোঁচকানো চুল, চেরা ডগা। কিন্তু নারকোল বরাবরই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন যুগের এইসব চুলকেন্দ্রিক সমস্যার বিরুদ্ধে মোকাবিলা করেছে।
আপনার চুলে সুরক্ষার একটি পরত যোগ করে
শ্যাম্পু করার কারণে হওয়া প্রোটিন-হানি রোধ করে*
10 লেয়ার গভীর থেকে পুষ্টি জোগায়, যার ফলে পাওয়া যায় মসৃণ ও কোমল চুল
বর্ষাকালে চুলের দুর্বল হওয়া কমিয়ে দেয়, আর শীতকালে মাথার চামড়ার শুষ্কতা প্রতিরোধ ক'রে।
ডগা চেরা'র সমস্যা আর হেয়ার প্রোটিনের হানি কমিয়ে দিয়ে। *
চুল রিপেয়ার ক'রে আর গরমের কারণে হওয়া ডগা-চেরা'র সমস্যা কমিয়ে এনে
হাতের তালু-তে নিহার ন্যাচরাল্স হেয়ার অয়েল ঢেলে নিন।
ঐ অয়েল চুলের গোড়া থেকে ডগায় লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন।
সেটা চুলে একঘন্টা থাকতে দিন। (সম্ভবতঃ রাতভ'র)
এবার চুলে শ্যাম্পু ক'রে নিন, আর এয়ার-ড্রাই ক'রে পান কোমল ও মোলায়েম চুল!
নারকেলের জাদু, মেথির শক্তি এবং তার সাথে জুঁইয়ের মিষ্টি সুগন্ধ।
নারকেলের গুন, মেথির শক্তি এবং তার সাথে গোলাপের মিষ্টি সুগন্ধ।